Header Ads

গোটা পশ্চিমবঙ্গ জুড়ে চলবে পাঁচনের ফরমুলা! জানিয়ে দিলেন কেষ্ট

নজরবন্দি ব্যুরো: দলীয় নেতার কাছ থেকে পুরষ্কার পেলেন বীরভূম তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। ফের একবার  হুঁশিয়ারিও দিয়ে বললেন, " গোটা পশ্চিমবঙ্গ জুড়ে চলবে পাঁচনের ফরমুলা।"

নানুরের বাসাপাড়া এলাকায় চলছে মিলন মেলা। মুখ্যমন্ত্রী জেলায় থাকায় মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে পারেননি বীরভূমের শাসক দলের সভাপতি অনুব্রতবাবু। তাই আজ মেলার অনুষ্ঠান মঞ্চে যান তিনি।
সেখানে তাঁর হাতে পিতলের প্রায় ২৬ কেজি ওজনের জোড়া গোরু, লাঙল ও পাঁচনের মূর্তি তুলে দেন জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ কেরিম খান।
সেই উপহার সামনে রেখে উর্বর জমি চাষ করার পদ্ধতি বললেন অনুব্রত মণ্ডল।
 অনুব্রত মণ্ডল বলেন, জমি চাষ করতে গেলে পাঁচনের বাড়ি দরকার। এর পর তিনি হাসিমুখে বলেন, " গোটা পশ্চিমবঙ্গ জুড়ে একই ফরমুলা চলবে। যেখানে উর্বর জমি থাকবে সেখানেই চাষ করতে হবে। পাঁচনের বাড়ি তো দরকার। কোনও জায়গায় কোমরে বাড়ি পড়বে, কোনও জায়গায় পায়ে বাড়ি পড়বে। এভাবে মিলেমিশে চলবে। বাড়ি তো পড়বেই, নাহলে জমি চাষ হবে কি ভাবে ?"


কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.