Header Ads

আলভিটোকে নিয়ে কোয়েস আর ইস্টবেঙ্গল কর্তাদের মধ্যে টানাপড়েন।

নজরবন্দি ব্যুরোঃ আলভিটো ডি' কুনহাকে নিয়ে এবার সংঘাত শুরু কোয়েস আর ইস্টবেঙ্গল কর্তাদের মধ্যে। শুক্রবার কোয়েসের তরফ থেকে মেল করে ইস্টবেঙ্গলকে জানিয়ে দেওয়া হয়, আলভিটোকে আর ফুটবল সংক্রান্ত কোনও ব্যাপারে রাখতে পারবে না ক্লাব।
সেই মেল পাওয়ার পরই ক্ষোভে ফুটছেন লাল-হলুদ কর্তারা। বলা হচ্ছে, আলভিটো কোয়েসের বেতনভুক্ত কেউ নন। তাঁকে মাইনে দেওয়া হয় ক্লাব থেকে। তাহলে কোয়েসের সমস্যা কোথায়? আসল কারণ এটিকের ফুটবলার কেভিন লোবোর সঙ্গে কথাবার্তা চালাচ্ছিল ইস্টবেঙ্গল কর্তারা।

 পুরোটাই আলভিটোর মাধ্যমে। সেটা মেনে নিতে পারেননি কোয়েস কর্তারা। তাই বলা হয়, যেহেতু কোচ আলেজান্দ্রো এখন দেশের বাইরে। তিনি ফেরার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। কিন্তু এরইমধ্যে কোয়েস ইস্টবেঙ্গল আবার দিল্লি ডায়নামোসের ফুটবলার সিয়াম হাঙ্ঘালকে সই করিয়ে নিয়েছে। প্রশ্ন উঠছে, তাহলে কোচ না থাকাকালীন কী করে তাঁকে সই করানো হল।তবে পরিস্থিতি যা, তাতে ইস্টবেঙ্গল আর কোয়েসের মধ্যে বড়সড় একটা ফাটল ধরতে চলেছে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.