গরীব-দুঃস্থদের পাশে দাঁড়িয়ে তাদের শীতবস্ত্র বিতরণ করলো 'ইচ্ছেডানা'।
রাহুল রায়, পূর্ব বর্ধমান: শুক্রবার ইচ্ছা ডানা সংস্থার পক্ষ থেকে কাটোয়া ২নং ব্লকের শীলা গ্রামে দুঃস্থ মানুষদের শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। ইচ্ছা ডানার সংস্থার পক্ষ থেকে এবার প্রথম শীলা গ্ৰামের ৫০ জন দুঃস্থ মানুষদেরকে শীতবস্ত্র বিতরণ করা হয়।
এদিনের বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইচ্ছা ডানার সম্পাদক সমর দেবনাথ, ইচ্ছা ডানা সংস্থার সদস্য সুকান্ত ভট্টাচার্য, অভিজিৎ বৈদ্য, ডলি চক্রবর্তী সনেন্দুলাল সাহা, আশীষ কুমার মন্ডল। দুঃস্থ মানুষদের শীতবস্ত্র বিতরণের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন গ্রামবাসীরা।
কোন মন্তব্য নেই