নিজের মেয়েকে জড়িয়ে ধর স্নেহের চুম্বন করে সোশ্যাল মিডিয়ায় কদর্য আক্রমণের মুখে আমির!
নজরবন্দি ব্যুরোঃ সম্প্রতি মেয়ে ইরাকে নিয়ে আমির মুম্বইয়ের এক পাঁচতারায় খেতে গিয়েছিলেন। সেখান থেকে বেরনোর সময়ে পাপারাজ্জিদের দেখে হাসিমুখেই ছবি তোলেন তাঁরা, মেয়েকে জড়িয়েও ধরেন আমির। সেই স্নেহের মুহূর্ত ভাইরাল হতেই শুরু হয়েছে কুত্সা!
শুরু হয় কদর্য মানসিকতার ঝড়! সমালোচনা কোন পর্যায়ে যেতে পারে দেখুন। এরাও তো মুসলিম, এদের উপরে কেন মৌলভিরা ফতোয়া জারি করে না, এত ছোটো পোশাক পরে কী করে, ভেসে এসেছে মন্তব্য! কিন্তু এটুকুতেই শেষ হয়ে যায়নি সোশ্যাল মিডিয়া ইউজারদের সমস্যা!
বয়স্থা মেয়েকে নায়ক যে সন্তানের চোখে দেখেন না, সে জন্যেই ছোটো পোশাকে থাকার অনুমতি দেন এবং জড়িয়ে ধরেন- উঠেছে এমন শিউরে ওঠার মতো অভিযোগও!
শুরু হয় কদর্য মানসিকতার ঝড়! সমালোচনা কোন পর্যায়ে যেতে পারে দেখুন। এরাও তো মুসলিম, এদের উপরে কেন মৌলভিরা ফতোয়া জারি করে না, এত ছোটো পোশাক পরে কী করে, ভেসে এসেছে মন্তব্য! কিন্তু এটুকুতেই শেষ হয়ে যায়নি সোশ্যাল মিডিয়া ইউজারদের সমস্যা!
বয়স্থা মেয়েকে নায়ক যে সন্তানের চোখে দেখেন না, সে জন্যেই ছোটো পোশাকে থাকার অনুমতি দেন এবং জড়িয়ে ধরেন- উঠেছে এমন শিউরে ওঠার মতো অভিযোগও!

No comments