রাজ্য ও রাজ্যের বাইরে একাধিক জায়গায় বনধের সমর্থনে লাল ঝান্ডার দাপট।
নজরবন্দি ব্যুরোঃ সবার জন্য শিক্ষা, সবার জন্য কাজের দাবিতে আজ এবং কাল দেশ জুড়ে ধর্মঘট ডেকেছে সিপিআইএম। বামেদের এই ধর্মঘটে সমর্থন জানিয়েছে কংগ্রেস সহ একাধিক রাজনৈতিক দল।
বনধের সমর্থনে জনমত তৈরিতে বিভিন্ন জায়গায় প্রচার অভিযান চালিয়েছে বামেরা। আজ সকাল থেকেই রাজ্যের বিভিন্ন জায়গায় দেখা গেছে বনধ পালনের চিত্র। মালদা জেলার বিভিন্ন স্টেশন, ভাতার, খড়গপুর ও অন্যান্য জায়গায় বনধ সমর্থনে লাল ঝান্ডা নিয়ে রাস্তায় নেমেছেন মানুষ। কালনা ও অন্যান্য বেশ কিছু জায়গায় পুলিশি বাধার সম্মুখীন হয়েছে বনধ সমর্থনে বামেদের মিছিল।
শুধু রাজ্যেই নয়, রাজ্যের বাইরেও চলছে কেন্দ্রের বিরুদ্ধে বনধ পালন। পুরী, পাটনা প্রভৃতি স্টেশন গুলিতে ধর্মঘটের সমর্থনে স্লোগান উঠেছে। কালও একই ভাবে ধর্মঘট কর্মসূচি চালিয়ে যাওয়া হবে জানিয়েছেন বাম কর্মী ও নেতৃত্ব।
শুধু রাজ্যেই নয়, রাজ্যের বাইরেও চলছে কেন্দ্রের বিরুদ্ধে বনধ পালন। পুরী, পাটনা প্রভৃতি স্টেশন গুলিতে ধর্মঘটের সমর্থনে স্লোগান উঠেছে। কালও একই ভাবে ধর্মঘট কর্মসূচি চালিয়ে যাওয়া হবে জানিয়েছেন বাম কর্মী ও নেতৃত্ব।

No comments