ক্যানসারে আক্রান্ত এবার রাকেশ রোশন!
নজরবন্দি ব্যুরোঃ সোনালি বেন্দ্রে, ইরফান খানের পর ক্যান্সারের ছোবল এবার বলিউডের আরও এক সেলিব্রিটির জীবনে। এবার ক্যান্সারে আক্রান্ত হলেন বলিউডের জনপ্রিয় পরিচালক রাকেশ রোশন।
গলার ক্যান্সারে আক্রান্ত তিনি। রাকেশ রোশনের ক্যান্সারে আক্রান্ত হওয়ার খবর জানিয়েছেন তাঁর ছেলে হৃত্বিক রোশন। জানা গিয়েছে, গত এক সপ্তাহ ধরে ক্যানসারের চিকিৎসা চলছে রাকেশ রোশনের। ৮ জানুয়ারি সকালে নিজের ইনস্টাগ্রাম প্রফাইলে বাবার সঙ্গে একটি ছবি শেয়ার করে হৃতিক বলেন,”আমি জানি আমার বাবা মানসিক ও শারীরিক দিক থেকে বরাবরই খুব দৃঢ়।
তাই ক্যানসারের চিকিৎসা চলাকালীনও জিম করতে ভোলেন না তিনি”। তিনি আরও লিখেছেন “আমি গর্বিত বাবা হিসেবে তাঁকে পেয়ে। আমার জীবনের সবথেকে বড় ভরসা আমার বাবা”।
তাই ক্যানসারের চিকিৎসা চলাকালীনও জিম করতে ভোলেন না তিনি”। তিনি আরও লিখেছেন “আমি গর্বিত বাবা হিসেবে তাঁকে পেয়ে। আমার জীবনের সবথেকে বড় ভরসা আমার বাবা”।

No comments