Header Ads

তিন তালাক বিল থমকে গেল রাজ্যসভায়, বিজেপির মুখের গ্রাস ছিনিয়ে নিল বিরোধীরা।

নজরবন্দি ব্যুরোঃ তিন তালাক বিল নিয়ে রাজ্যসভায় হুলুস্থুলু কাণ্ড। বিরোধীরা প্রমাণ করলেন তাঁদের ঐক্যমত্তা আটকে দিতে পারে সরকার কে। বিরোধীরা আগেই অনড় ছিলেন কোন ভাবেই রাজ্যসভায় তিন তালাক বিল পাশ করতে দেবেন না তাঁরা, শেষপর্যন্ত করলেনও তাই।
আজ রাজ্যসভায় বিলটি রাজ্যসভায় পেশ করেন কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ। বিল পেশের সঙ্গে সঙ্গে বিরোধিতা শুরু করেন বিরোধী দলের সাংসদরা।বিরোধীদের দাবি বিল পাকাপাকি ভাবে আইনে পরিণত হওয়ার আগে জয়েন্ট সিলেক্ট কমিটিকে পাঠানো হোক। সেখানে শেষবার স্ক্রুটিনির পর রাজ্যসভায় পেশ করা হোক বিলটি। বিজেপি তাতে রাজি ছিলনা। হইহট্টোগলের কারণে দফায় দফায় মুলতুবি হয়ে যায় সংসদ। শেষ পর্যন্ত ২ জানুয়ারি পর্যন্ত মুলতুবি হয়ে যায় অধিবেশন। কংগ্রেস সাংসদ আনন্দ শর্মা বলেন, রাজ্যসভা শুধু মাত্র রবার স্ট্যাম্প নয় তাই পরিষদীয় নিরাপত্তা সুনিশ্চিন না করা পর্যন্ত কোনও বিল আইনে পরিণত হতে পারে না।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.