Header Ads

হইচই রাজ্যসভায়!এ বছর আর পাস হল না তিন তালাক বিল

নজরবন্দি ব্যুরো: তাৎক্ষনিক তিন তালাক বিল নিয়ে রাজ্যসভায় তুমুল হইচই বিরোধীদের। এই বিলে পরিবর্তনের দাবিতে সরব বিরোধীরা। আর এই হট্টগোলের জেরেই প্রথমে দুপুর ২ টো পর্যন্ত অধিবেশন মুলতুবি হয়ে যায়। এর পরে আবার অধিবেশন শুরু হলে আবার হইচই শুরু করেন বিরোধীরা। যার জেরে বুধবার পর্যন্ত অধিবেশন মুলতুবি হয়ে যায়।
২৭ ডিসেম্বর লোকসভায় পাশ হয়েছে তাৎক্ষণিক তিন তালাক বিল।
আজ সংসদের উচ্চ-কক্ষে বিলটি পেশ করার কথা ছিল। বিজেপি ও কংগ্রেস উভয়পক্ষই দলের সাংসদদের উদ্দেশ্যে হুইপ জারি করেছিল। আজ রাজ্যসভার অধিবেশন শুরু হতেই তিন তালাক বিলের বিরোধিতা করে সরব হন বিরোধী দলের সাংসদরা। কংগ্রেসের দাবি,  বিলটি জয়েন্ট সিলেক্ট কমিটিতে পাঠানো হোক।
 লোকসভায় তাৎক্ষণিক তিন তালাক বিলের পক্ষে ২৪৫টি ভোট পড়ে। এবং ১১টি ভোট পড়ে এই বিলের বিপক্ষে। বিজেপির আশা ছিল বিলটি রাজ্যসভায় সমর্থন পাবে। তবে বিল পাশের জন্য রাজ্যসভায় বিজেপির হাতে পর্যাপ্ত সাংসদ নেই। তাই আজ বিল পাশের আগে বিরোধীদের পাশে পেতে বার্তা দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী বিজয় গোয়েল। কিন্তু তাতেও কোন কাজ হয় নি। শেষে বিরোধীদের হট্টগোলে বুধবার পর্যন্ত এই অধিবেশন মুলতুবি হয়ে যায়। 

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.