টেস্ট জিতে অস্ট্রেলিয়ার বুকে ইতিহাস লিখল কোহেলির ভারত।
নজরবন্দি ব্যুরোঃ বক্সিং ডে টেস্ট জিতে অস্ট্রেলিয়ার বুকে ইতিহাস লিখল কোহেলির ভারত। এই জয় ছিল শুধু সময়ের অপেক্ষা আর প্যাট কামিন্স।কিন্তু তিনি আউট হতেই ভারতের জয় প্রায় নিশ্চিত হয়ে যায়। কামিন্স ৬৩ রান করে বুমরাহর বলে স্লিপে পূজারার হাতে ক্যাচ দিয়ে আউট হন।
আর তারপর বুমরাহের পরের ওভারেই নাথান লিঁয়-কে ইশান্ত শর্মা ক্যাচ আউট করাতেই ১৩৭ রানে মেলবোর্ন টেস্ট জিতে নেয় ভারত।এই হারের জন্য ভারতকেই যাবতীয় কৃতিত্ব দিয়েছেন অজি অধিনায়ক পেন। ভারত অধিনায়ক বিরাট কোহলি জয়ের জন্য মূলত বোলারদের কৃতিত্ব দিয়েছেন। বিশেষ করে জসপ্রীত বুমরাহ যেভাবে বল করেছেন তা অসাধারণ বলেও মন্তব্য করেছেন বিরাট।
দ্বিতীয় ইনিংস ভারতের ব্যাটিং বিপর্যয়েও অস্ট্রেলিয়ার সামনে জয়ের জন্য ৩৯৯ রানের টার্গেট দাঁড়ায়। চতুর্থ দিনে ভারতীয় বোলাররা অস্ট্রেলিয়ার ব্যাটিং-কে মোড়ানোর কাজ শুরু করলেও প্যাট কামিন্সের লড়াই জয়টাকে কঠিন করে দিচ্ছিল। কামিন্সের এই লড়াইয়ে টেস্টের খেলা পষ্ণম দিনে গড়ায়। কিন্তু, পষ্ণম দিনের খেলা শুরুর মুখেও বিপত্তি।
বৃষ্টির জেরে খেলা দেরিতে শুরু হয়।খারাপ আবহাওয়া এবং বাতাসের জন্য বাড়তি সুবিধা পেয়ে যায় ভারতীয় পেসাররা। যার নিট ফল কামিন্সের আউট।পরের ওভারেই ইশান্ত নাথান লিঁয়কে আউট করে ভারতকে কাঙ্খিত জয় পাইয়ে দেন জসপ্রীত।
আর তারপর বুমরাহের পরের ওভারেই নাথান লিঁয়-কে ইশান্ত শর্মা ক্যাচ আউট করাতেই ১৩৭ রানে মেলবোর্ন টেস্ট জিতে নেয় ভারত।এই হারের জন্য ভারতকেই যাবতীয় কৃতিত্ব দিয়েছেন অজি অধিনায়ক পেন। ভারত অধিনায়ক বিরাট কোহলি জয়ের জন্য মূলত বোলারদের কৃতিত্ব দিয়েছেন। বিশেষ করে জসপ্রীত বুমরাহ যেভাবে বল করেছেন তা অসাধারণ বলেও মন্তব্য করেছেন বিরাট।
দ্বিতীয় ইনিংস ভারতের ব্যাটিং বিপর্যয়েও অস্ট্রেলিয়ার সামনে জয়ের জন্য ৩৯৯ রানের টার্গেট দাঁড়ায়। চতুর্থ দিনে ভারতীয় বোলাররা অস্ট্রেলিয়ার ব্যাটিং-কে মোড়ানোর কাজ শুরু করলেও প্যাট কামিন্সের লড়াই জয়টাকে কঠিন করে দিচ্ছিল। কামিন্সের এই লড়াইয়ে টেস্টের খেলা পষ্ণম দিনে গড়ায়। কিন্তু, পষ্ণম দিনের খেলা শুরুর মুখেও বিপত্তি।
বৃষ্টির জেরে খেলা দেরিতে শুরু হয়।খারাপ আবহাওয়া এবং বাতাসের জন্য বাড়তি সুবিধা পেয়ে যায় ভারতীয় পেসাররা। যার নিট ফল কামিন্সের আউট।পরের ওভারেই ইশান্ত নাথান লিঁয়কে আউট করে ভারতকে কাঙ্খিত জয় পাইয়ে দেন জসপ্রীত।

No comments