Header Ads

সবুজ মেরুনের উষ্ণ ছোঁয়া জঙ্গলমহলে! আপনি মোহনবাগান সমর্থক? পড়ুন গর্বিত হবেন।

নজরবন্দি ব্যুরোঃ মোহনবাগান মানে শুধু ক্লাব নয় একটা আবেগ, এক অন্য রকমের উন্মাদনা সমর্থকদের কাছে। গত দুবছরের মত, এবারও তৃতীয় বর্ষে "আমরাই মোহনবাগান পরিবার" সমাজসেবা মূলক অনুষ্ঠান করলো জঙ্গলমহলে।
আগের দুবছর আদিবাসী অধ্যুষিত শালবনী ৩ নং অঞ্চলের কোমরবাঁধ প্রাথমিক ও ৯ নং কাশীজোড়া বরজু প্রাথমিক বিদ্যালয়ে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই বছর আজ ২৯ শে ডিসেম্বর শনিবার সকাল ১০ টা থেকে "আমরাই মোহনবাগান পরিবার" আয়োজিত সমাজসেবা মূলক অনুষ্টানটি শালবনী ২ নং বিষ্নুপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্ভুক্ত ভালুকশোল প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠ অনুষ্ঠিত হলো।
অনুষ্ঠানে এলাকার চারটি স্কুল যথাক্রমে ভালুকশোল প্রাথমিক, বাঁশবান্দি প্রাথমিক, চুয়াশোল প্রাথমিক ও রামনগর শিশুশিক্ষার ছাত্র ছাত্রীদের মধ্যে ১৪০ জনকে শীতের সামগ্রী ও পড়াশোনার সামগ্রী দেওয়া হয়  "আমরাই মোহনবাগান পরিবার" তথা মোহনবাগান সমর্থকবৃন্দের তরফে। শালবনীর বিশিষ্ট ক্রীড়াপ্রেমী ও এই ফ্যান ক্লাবের সদস্য সন্দীপ সিংহের বিশেষ উদ্যোগে ও জঙ্গলমহল ব্যাকওয়ার্ড এডুকেশনাল ডেভেলপমেন্ট ট্রাস্টের সহায়তায় এই অনুষ্ঠান টি ভালুকশোল প্রাথমিক বিদ্যালয়ে সম্পন্ন হয়।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.