Header Ads

আইন অমান্যে গ্রেফতার ৬১ জন বিজেপি কর্মী মুক্ত, সত্যের জয় বললেন প্রীতম!

নজরবন্দি ব্যুরোঃ অবশেষে জয়ের হাসি হাসলো গেরুয়া শিবির। আইন অমান্য আন্দোলনে গ্রেপ্তার হওয়া ৬১ জন কর্মী মুক্তি পেলেন। এই ঘটনায় খুশির আবহ বিজেপির মধ্যে। উল্লাসে আত্মহারা কর্মীরা মাতলেন মুক্তি উদযাপনে।
প্রসঙ্গত, বসিরহাটে আইন অমান্য আন্দোলন কর্মসূচিতে অংশ গ্রহণ করায় ৬১ জন বিজেপি কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ৷ এদের জামিনের জন্য আপ্রান চেষ্টা চালিয়ে যেতে থাকে বিজেপি নেতৃত্ব। অবশেষে সাফল্য এলো৷ প্রথমে শুক্রবারই আদালতে জামিন পান ওই কর্মীরা। তবে সংশোধনাগারে প্রয়োজনীয় নথি না পৌঁছনোয় গতকাল তাদের মুক্তি দেওয়া হয়নি।

থামেননি কর্মীরা। চেষ্টা অবিরাম চলতেই থাকে। শেষ পর্যন্ত আজ ছাড়া পান ৬১ জন কর্মী। মুক্তির পরেই তাদের মালা পড়িয়ে উচ্ছ্বাসে মাতেন কর্মীরা। সকলকে নিয়ে যাওয়া হয় দলীয় কার্যালয়ে। এদিন যুব মোর্চার সাধারণ সম্পাদক তাপস ঘোষ এবং বসিরহাটের যুব মোর্চার পর্যবেক্ষক প্রীতম দত্ত উপস্থিত ছিলেন। প্রীতম দত্ত বলেন "এই জয় সত্যের জয়," বসিরহাট সাংগঠণিক জেলায় আইন অমান্য আন্দলোনে গ্ৰেপ্তার ৬১জন আজ বসিরহাট সংশোধনাগার থেকে ছাড়া পাওয়ার শুভক্ষণে থাকতে পেরে আমি আনন্দিত এবং গর্বিত।" তাঁর কথায় "যতই আক্রমন নেমে আসুক বিজেপি-র উত্থান ঠেকাতে পারবে না রাজ্যের শাসক দল তথা দলদাস প্রশাসন।" 

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.