দিলীপকে বোকা বলে কটাক্ষ করলেন অনুব্রত!
নজরবন্দি ব্যুরো: লোকসভা নির্বাচনের আর বেশি বাকি নেই। আর এই নির্বাচনের আগে থেকে রাজ্যে রাজনৈতিক উত্তাপ যে বাড়ছে তার ছবি স্পষ্ট।
রাজ্যের শাসক দল ও বিরোধী দলের মধ্যে বাক্য বাণ ছোঁড়ার কাজ শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যে।
এবার বিজেপির রাজ্য সভাপতিকে কটাক্ষ করলেন তৃণমূলের দাপুটে নেতা এবং বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল।
শনিবার মহম্মদ বাজারে রাজ্যের শাসক দলের এক জনসভা ছিল। সেই জনসভায় তিনি বলেন, দিলীপ ঘোষ বোকা বিধায়ক! তিনি বলেন, " দাদার পুলিশ এসে রাজ্যে ভোট করাবে। আমেরিকা থেকে পুলিশ আনুক। তাও ভোটে যা হবার তাই হবে। আমার মরার জন্য ঝাড়খণ্ডে মিটিং করছে। এই ভাবে আমাকে মারা যাবেনা।"
এবার বিজেপির রাজ্য সভাপতিকে কটাক্ষ করলেন তৃণমূলের দাপুটে নেতা এবং বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল।
শনিবার মহম্মদ বাজারে রাজ্যের শাসক দলের এক জনসভা ছিল। সেই জনসভায় তিনি বলেন, দিলীপ ঘোষ বোকা বিধায়ক! তিনি বলেন, " দাদার পুলিশ এসে রাজ্যে ভোট করাবে। আমেরিকা থেকে পুলিশ আনুক। তাও ভোটে যা হবার তাই হবে। আমার মরার জন্য ঝাড়খণ্ডে মিটিং করছে। এই ভাবে আমাকে মারা যাবেনা।"

No comments