Header Ads

সমস্যা কাটিয়ে পথ প্রশস্ত শিক্ষক নিয়োগের। উচ্ছ্বসিত চাকরি প্রার্থীরা।

নজরবন্দি ব্যুরোঃ রাজ্যে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার মন্থরতা ক্রমশ হতাশ করে তুলেছিল চাকরি প্রার্থীদের। কিন্তু স্কুল সার্ভিস কমিশনের এক বিজ্ঞপ্তির জেরে ফের শিক্ষক নিয়োগের মরা গাঙে জোয়ার এলো।

স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান পদের জটিলতার কারণে অনিশ্চয়তা তৈরি হয়েছিল শিক্ষক নিয়োগে। নবম-দশমের বাংলা বিষয়ক কাউন্সেলিং শেষ হলেও নিয়োগ পত্র দিতে আরও মাস দুয়েক দেরি হবে বলে জানিয়েছিল কমিশন। তবে বর্তমানে চেয়ারম্যান পদ সংক্রান্ত জটিলতার অবসান হয়েছে। আর সেই সাথে নিয়োগ সমস্যারও অনেকটাই সমাধান হয়েছে। সূত্রের খবর,  নবম-দশমের নিয়োগপত্র প্রদানের বিষয়ে কাজ শুরু করে দিয়েছে কমিশন।

ভেতরকার জটিলতা কাটিয়ে কমিশন যে কাজ শুরু করে দিয়েছে তার প্রমাণ মিলেছে শুক্রবার সন্ধ্যেতেই। স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে যে গ্রুপ ডি ও ক্লার্ক নিয়োগ হয় তার চতুর্থ পর্যায়ের কাউন্সেলিং এর দিন ঘোষণা করেছে কমিশন। নিয়োগ সংক্রান্ত কাজ শুরু হয়ে গেছে। ধাপে ধাপে সম্পন্ন করা হবে বিভিন্ন পদে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া, জানিয়েছে গোপন সূত্র৷ তাই নতুন বছরের শুরুতেই হয়তো বা সুখবর পেতে চলেছেন শিক্ষক পদপ্রার্থীরা।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.