বক্স অফিস কাঁপিয়ে প্রথম দিনে 'সিম্বা'র কালেকশন ২২ কোটি
নজরবন্দি ব্যুরোঃ বিয়ের পর বক্স অফিসে মুক্তি পেয়েছে রণবী সিংয়ের প্রথম ছবি 'সিম্বা'। অন্যদিকে সারা আলি খানের এটি দ্বিতীয় ছবি। খুব স্বাভাবিকভাবেই রণবীর-সারার এই ছবি নিয়ে বক্স অফিসে উত্তেজনার পারদ চড়ছে।
বানিজ্য বিশারদ অমূল বিকাশ মোহন জানাচ্ছেন, প্রথম দিনে বক্স অফিসে 'সিম্বা'-র ১৮ কোটি ছাড়িয়েছে। অন্যদিকে রমেশ বালার দেওয়া তথ্য অনুসারে এই 'সিম্বা'-র প্রথম দিনের বক্স অফিস কালেকশন ২২ কোটি টাকা। রোহিত শেট্টির সিনেমা মানেই ভরপুর বিনোদন। গাড়ির ঠোকাঠুকি থেকে মারকাটারি মারামারি, কিছুই বাদ দেন না এই পরিচালক। পর্দাজুড়ে শুধু রণবীর, রণবীর আর রণবীর।
এক কথায় 'সিম্বা' ছবিতে রাজত্ব করেছেন তিনি। তাঁকে
ঘিরেই এগিয়েছে ছবির গল্প। সংগ্রাম ভালেরাও পেশায় পুলিশ অফিসার। তবে বাজিরাও
সিংঘমের সঙ্গে তাঁর আকাশপাতাল তফাত। সিংঘম ছিলেন সত্। আর সংগ্রাম মাথার চুল থেকে
পায়ের নখ পর্যন্ত অসত্। কিন্তু অসত্ থেকে সত্ হতে গিয়েই বাধে
বিপত্তি। আর কিচ্ছু বলা যাবে না।
বাকিটা হলে গিয়ে দেখতে হবে। কারণ ছবিটি 'দ্য রোহিত শেট্টির' ফিল্ম।
তাঁর
ছবিতে যা যা মালমশলা থাকে, তা থেকে একটাও বাদ পড়েনি। ঝাঁ চকচকে লোকেশন, গাড়ি
নিয়ে অ্যাকশন, মারামারি সবই আছে। তাই বছর শেষে স্রেফ বিনোদন পেতে চাইলে দেখে আসতে
পারেন 'সিম্বা'।

No comments