Header Ads

ধর্ষক নাবালক হলেও এবার থেকে ফাঁসির সাজা, কঠোর আইন আনছে কেন্দ্র।

নজরবন্দি ব্যুরোঃ ধর্ষন করলে এবার নাবালকের কড়া শাস্তির আইন আনতে চলেছে কেন্দ্র। এমনকি হতে পারে ফাঁসিও। ধর্ষনে কঠোর আইন প্রণয়নের সুপারিশ করলো কেন্দ্রীয় মন্ত্রীসভা। এই সংশোধনী এবার পেশ করা হবে সংসদে।

শুক্রবার দিল্লিতে এক সাংবাদিক সম্মেলন করেন কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ। সেখানেই তিনি ঘোষণা করেন, যৌন নির্যাতনে এবার নাবালকদের ক্ষেত্রেও কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে। সেই কন্য প্রোটেকশন অফ চিল্ড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্স অ্যাক্টের সেকশন ৪,৫ এবং ৬ নম্বর ধারায় পরিবর্তন আনা হচ্ছে। ধর্ষনে নাবালকের ক্ষেত্রর সর্বোচ্চ সাজা ফাঁসি করার প্রস্তাব হয়েছে। এর পাশাপাশি চাইল্ড পর্নোগ্রাফি রুখতে কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে।

দেশ জুড়ে ধর্ষনের ঘটনা বাড়ছে। নির্ভয়া ধর্ষন কান্ডে নৃশংস নাবালক ধর্ষকের লঘু শাস্তিতে সমালোচনার ঝড় ওঠে একসময়। যৌন নির্যাতন এবং ধর্ষনে লাগাম টানতে আরও কঠোর আইন আনতে চলেছে কেন্দ্রীয় সরকার।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.