নিজেদের ভোট ধরে রাখাই প্রধান লক্ষ্য! জনগণের কাছে সরাসরি টাকা পৌঁছে দেবে কেন্দ্র।
নজরবন্দি ব্যুরো: নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার আগে প্রতিশ্রুতি দিয়ে ছিলেন 'সবার জন্য রোজগার' এই বিষয়কে প্রাধান্য দেবেন তারা। কিন্তু সেটা করে দেখাতে পারেনি বিজেপি নেতারা।
সদ্য লোকসভা নির্বাচনে তিন রাজ্যে জোরাল ধাক্কা খেয়েছে মোদী বাহিনী। আর সামনে লোকসভা নির্বাচন। আর এই লোকসভা নির্বাচনে এই ধারাবাহিকতা যতি যদি চলতে থাকে তাহলে এবারের লোকসভা নির্বাচনে তাদের ভাগ্যে অনেক কষ্ট আছে।
এমনটাই মনে করেন রাজনৈতিক মহলের একটা বড় অংশ।
ইতিমধ্যে তিন রাজ্যে হেরে কৃষি ঋণ মকুব নিয়ে আলোচনা শুরু হয়েছে। তবে বিজেপি সূত্রের খবর, কংগ্রেসের দাবি মেনে কৃষি ঋণ মকুবের রাস্তায় না হেঁটে সকলের হাতে টাকা তুলে দিতে বাছাই এলাকায় ইউবিআই প্রকল্প আনতে পারে কেন্দ্র। তাই বিজেপি তাদের ভোট ব্যাঙ্ক অক্ষত রাখতে দেশের সব রাজ্যে গরিব মানুষের পাশে দাঁড়াতে 'ন্যূনতম আয় প্রকল্প' চালু করতে চাইছে। যাতে সরকার পরিবার পিছু নির্দিষ্ট পরিমাণ টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ফেলে দবে।
সদ্য লোকসভা নির্বাচনে তিন রাজ্যে জোরাল ধাক্কা খেয়েছে মোদী বাহিনী। আর সামনে লোকসভা নির্বাচন। আর এই লোকসভা নির্বাচনে এই ধারাবাহিকতা যতি যদি চলতে থাকে তাহলে এবারের লোকসভা নির্বাচনে তাদের ভাগ্যে অনেক কষ্ট আছে।
ইতিমধ্যে তিন রাজ্যে হেরে কৃষি ঋণ মকুব নিয়ে আলোচনা শুরু হয়েছে। তবে বিজেপি সূত্রের খবর, কংগ্রেসের দাবি মেনে কৃষি ঋণ মকুবের রাস্তায় না হেঁটে সকলের হাতে টাকা তুলে দিতে বাছাই এলাকায় ইউবিআই প্রকল্প আনতে পারে কেন্দ্র। তাই বিজেপি তাদের ভোট ব্যাঙ্ক অক্ষত রাখতে দেশের সব রাজ্যে গরিব মানুষের পাশে দাঁড়াতে 'ন্যূনতম আয় প্রকল্প' চালু করতে চাইছে। যাতে সরকার পরিবার পিছু নির্দিষ্ট পরিমাণ টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ফেলে দবে।

No comments