'ফেক নিউজ' সোশ্যাল মিডিয়ায় ছড়ানো চলবে না, নির্দেশ বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বের।
নজরবন্দি ব্যুরোঃ বিজেপি সোশ্যাল মিডিয়ার টিম বেশ কিছুদিন আগেই খ্যাতি লাভ করেছে ভুয়ো বা ফেক পোষ্ট করার কারণে। একাধিক বার অন্য দলের মিছিলের ছবিকে এডিট করে নিজেদের মিছিল বলেও চালিয়েছে বিজেপি আইটি সেল। ফেক খবর ছড়ানোর জন্যে একাধিক পোর্টাল গজিয়ে উঠেছে, সেখানে মূলত সাম্প্রদায়িক ইস্যুতে প্রচার করা হচ্ছে।
এই সব কিছুর কারণে বর্তমানে সোশ্যাল মিডিয়াতে গ্রহন যোগ্যতা হারিয়েছে বিজেপি। তাই এবার বিজেপি-র আইটি সেল কে কড়া বার্তা দিলেন দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ভূপেন্দ্র যাদব। গতকাল রাতে কলকাতার একটি পাঁচতারা হোটেলে রাজ্যের আইটি সেলের কর্মকর্তাদের সাথে রুদ্ধদ্বার মিটিং করেন তিনি।
সেখানে তিনি বিজেপির প্রচারের জন্যে রাজ্যের কোনায় কোনায় সোশ্যাল মিডিয়া কে হাতিয়ার করার কথা বলে পাশাপাশি জানিয়ে দেন কোন খবর পোষ্ট করতে হবে। তিনি নির্দেশ দেন মূলত বিজেপি কর্মীরা মার খেলে, বিজেপি কে সভা করতে না দিলে তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করতে হবে। অন্যদিকে বিজেপির কর্মসূচিও পোষ্ট করতে হবে তবে ফেক বা ভুয়ো খবর পোষ্ট করা চলবে না।
তাঁর কথায় ফেক খবরে দলের ক্ষতির সম্ভাবনা বেশি, সাময়িক ভাবে ফেক খবর জনপ্রিয়তা পেলেও সত্য সামনে আসার পর দলের ক্ষতি হচ্ছে। মানুষ মুখ ফিরিয়ে নিচ্ছে। তাঁর নির্দেশ দলের কেউ ফেক নিউজ পোষ্ট করলে তাঁকে চিহ্নিত করতে হবে।

No comments