স্কুলের ওপর নজরদারি করে শিক্ষকদের শায়েস্তা করতে নতুন পদক্ষেপ রাজ্য সরকারের।
নজরবন্দি ব্যুরোঃ রাজ্যের শিক্ষাব্যবস্থার বেহাল দশা বিভিন্ন সময়ে প্রকাশ্যে এসেছে। বন্ধ নিয়োগ প্রক্রিয়া। পর্যাপ্ত শিক্ষকের ধুঁকছে পঠনপাঠন। এরই মধ্যে স্কুল গুলিতে শিক্ষকদের ওপর নজরদারি চালাতে ওয়েব পোর্টাল তৈরি করার কথা ঘোষণা করলো শিক্ষা দপ্তর।
নতুন শিক্ষাবর্ষ থেকে চালু করা হবে 'বাংলার শিক্ষা' নামক ওয়েব পোর্টাল। রাজ্যের গ্রাম এলাকায় অবস্থিত প্রতিটি স্কুলে কি হচ্ছে, পঠনপাঠন কেমন এগোচ্ছে, শিক্ষকরা ঠিকমতো পাঠ দিচ্ছেন কিনা এসব বিষয়ে নজর রাখতে তৈরি করা হচ্ছে ওয়েব পোর্টাল। এছাড়াও স্কুল গুলির যাবতীয় খুঁটিনাটি তথ্য তুলে ধরা হবে এই ওয়েব পোর্টালে। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই আসছে এই পোর্টাল।
ওয়েব পোর্টাল বিষয়ে শিক্ষকদের হাতে কলমে পাঠ দিতে রাজ্য জুড়ে দুদিনের একটি কর্মশালার আয়োজন করা হয়। সেখানে অংশ নেন বিভিন্ন স্কুলের প্রধাক শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকরা। শিক্ষকদের ওয়েব পোর্টালের কাজের ধরণ শেখানো হয়।
এই উদ্যোগকে সমর্থন জানিয়েছেন রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন বিদ্যালয় পরিদর্শক শাখার উত্তরবঙ্গ কনভেনার অরিন্দম রায়। অপরদিকে এবিটিএ সংগঠনের তরফে এর সমালোচনা করে দার্জিলিং জেলা সভাপতি বলেন, শিক্ষকের অভাবে এমনিই সমস্যা পঠনপাঠন। তার মধ্যে এই পোর্টাল সমস্যা আরও বাড়াবে। কারণ পোর্টালের কাজে ব্যস্ত থাকালে শিক্ষকরা পড়াবেন কখন?
ওয়েব পোর্টাল বিষয়ে শিক্ষকদের হাতে কলমে পাঠ দিতে রাজ্য জুড়ে দুদিনের একটি কর্মশালার আয়োজন করা হয়। সেখানে অংশ নেন বিভিন্ন স্কুলের প্রধাক শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকরা। শিক্ষকদের ওয়েব পোর্টালের কাজের ধরণ শেখানো হয়।

No comments