Header Ads

ভারত বনধে সামিল হয়ে বাংলা বনধের হুঙ্কার SSC, PSC প্রার্থীদেরও।

নজরবন্দি ব্যুরোঃ বেকার সমস্যা, শ্রমিকদের ন্যূনতম বেতন, পেনশন সহ একাধিক দাবিতে আগামি ৮ ও ৯ জানুয়ারি দেশ জুড়ে সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে বামেরা। ধর্মঘটকে সমর্থন জানিয়ে আগেই সামিল হয়েছিলেন শিক্ষক ও চাকরি প্রার্থীরা। এবার সেই ধর্মঘটে সামিল হওয়ার কথা জানালেন পিএসসি চাকরি প্রার্থীরাও।

এসএসসি-তে নিয়োগ দুর্নীতির অভিযোগ আগেই ছিল। এবার চক্রান্তের অভিযোগ উঠলো পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষাকে নিয়েও। পিএসসি-র মাধ্যমে নেওয়া ডব্লুবিসিএস পরীক্ষার তারিখ নিয়ে প্রার্থীদের মধ্যে তৈরি হয়েছে চূড়ান্ত জটিলতা। আর তাই আন্দোলন-বিক্ষোভ আঘাতের মাধ্যমেই সরকারের কাছ থেকে নিজেদের দাবি ছিনিয়ে নিতে সিপিআইএম-এর ডাকা ধর্মঘটের সমর্থমে ব্যাপক সাড়া মিলতে শুরু করেছে যুব সমাজের ভেতর থেকে।

শিক্ষক নিয়োগে দুর্নীতির প্রতিবাদে আগামি ৮-৯ জানুয়ারি রাজ্যেও বাংলা বনধের ডাক দিয়েছে এসএসসি যুব ছাত্র অধিকার মঞ্চ। ফলে ক্রমশ ধর্মঘটের ব্যাপ্তি অপরিসীম হয়ে উঠছে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.