আবার শুট আউট কলকাতায়।
নজরবন্দি ব্যুরোঃ মুখ ঢেকে বাইকে করে দুষ্কৃতীরা হানা দিয়েছিল। তারপর বাইক থামিয়ে
গুলি চালায়। গুলিবিদ্ধ হল ডেকরেটার্সের কর্মী গণেশ কুণ্ডু। হ্যাঁ এটাই চিত্র নাট্য কিন্তু বাস্তবে।
আবার শুট আউট কলকাতায়। শুক্রবার
দমদমের গোরাবাজারে ভরসন্ধ্যায় এই শুট আউটের ঘটনা ঘটে।প্রাথমিক তদন্ত পুলিশ জানতে
পেরেছে, ডেকরেটর্সের মালিকের সঙ্গে কয়েকজন যুবকের কিছুদিন আগে ঝামেলা বেঁধেছিল। তার জেরে এই শুটআউটের
ঘটনা ঘটতে পারে। এই বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। এলাকায় প্রশ্ন উঠেছে, থানার অদূরেই কী
করে শুটআউটের ঘটনা ঘটল ভরসন্ধ্যায়।

No comments