Header Ads

GSLV MK III রকেট উৎক্ষেপণের জন্য ১০ হাজার কোটি টাকা বরাদ্দ করলো কেন্দ্র।


নজরবন্দি ব্যুরোঃ GSLV MK III রকেটে চাপিয়ে তিনজন ভারতীয়কে মহাকাশে পাঠাবে ISRO। যার জন্য খরচ হবে ১০ হাজার কোটি টাকা। যা আজ অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা।
 আজ একথা জানান কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশংকর প্রসাদ।এই মিশন সফল হলে বিশ্বে ভারত চতুর্থ দেশ হিসেবে সফলভাবে মহাকাশে মানুষ পাঠাবে।


অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে মহাকাশযান উৎক্ষেপণ করা হবে।এই প্রকল্প সফল হতে সময় লাগবে ৩ বছর ৪মাস মতো। মোদি।এই বিষয়ে ISRO-র চেয়ারম্যান কে সিভান বলেন, "সময় খুবই কম। কিন্তু, আমরা এটা করব।"

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.