Header Ads

ইস্টবেঙ্গলকে আটকে আই লিগ শীর্ষে রিয়াল কাশ্মীর।

শুভব্রত মুখার্জিঃ কিছুক্ষণ আগেই চিরপ্রতিদ্বন্দী মোহনবাগানের স্বপ্ন চূর্ন হয়েছে পাহাড়ে নেরাকার কাছে ২-১ গোলে হেরে। পদ্মাপারের অটর ক্লাব কোয়েস ইস্টবেঙ্গল ও শুক্রবারের যুবভারতীতে প্রথমে পিছিয়ে পড়ে ১ গোলে।
 ডিকার কর্নার গোল লাইন সেভ হয়ে ফিরে আসা রিবাউন্ড থেকে সমতা ফিরিয়ে জবি জাস্টিন লাল হলুদ দর্শকদের অক্সিজেন জোগালে ও ম্যাচ শেষ হল ১-১ গোলে অমীমাংসিত অবস্থায় । ড্র করে লিগ শীর্ষে চলে গেল রিয়াল কাশ্মীর আর চেন্নাইয়ের থেকে একম্যাচ বেশি খেলে যুগ্মভাবে ২য় স্থানে থাকল ইস্টবেঙ্গল।
এদিন চুলোভার আত্মঘাতী গোলে প্রথমে পিছিয়ে পড়েছিল লাল হলুদ বাহিনী।একটা সময় ছিল ম্যাচ হেরে যাওয়ার ভ্রুকুটিও। সেইসময় ইস্টবেঙ্গলের ত্রাতা হয়ে দেখা দেন জবি জাস্টিন। তবে ম্যাচ শেষ পর্যন্ত ১-১ গোলে অমীমাংসিত থাকল। ম্যাচ ড্র হলেও খেতাবী লড়াইয়ে টিকে থাকল অ্যালেজান্দ্রোর ছেলেরা।
 ∆ কোয়েস ইস্টবেঙ্গলঃ - ১ (জবি) ∆ রিয়াল কাশ্মীরঃ - ১ (চুলোভা আত্মঘাতী)

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.