দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের বোমা উদ্ধার রানিঘাটের অজয়ের তীরে।
নজরবন্দি ব্যুরোঃ ১৬ ডিসেম্বর রানিঘাটের অজয় নদের চরে একটি লোহার বস্তু দেখতে পান বালিঘাটের শ্রমিকরা।খবর দেওয়া হয় সেনাবাহিনীকে।
আজ পানাগড় থেকে সেনাবাহিনীর বোমা বিশেষজ্ঞের ৫ সদস্যের একটি দল আসে। সেনাকর্মীরা এটির মাপ নেন। নমুনা সংগ্রহও করা হয়।বস্তুটি লোহার বেষ্টনী যুক্ত।
প্রায় সাড়ে ৫ ফুট লম্বা,অনুমান করা হচ্ছে এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের বোমা হতে পারে কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় দুবরাজপুরের রানিঘাট এলাকায় বায়ুসেনা একটি ক্যাম্প করেছিল। বিশ্বযুদ্ধের বহু পরেও ওই এলাকা থেকে একাধিক গোলা, বোমা উদ্ধার হয়।
আজ পানাগড় থেকে সেনাবাহিনীর বোমা বিশেষজ্ঞের ৫ সদস্যের একটি দল আসে। সেনাকর্মীরা এটির মাপ নেন। নমুনা সংগ্রহও করা হয়।বস্তুটি লোহার বেষ্টনী যুক্ত।
প্রায় সাড়ে ৫ ফুট লম্বা,অনুমান করা হচ্ছে এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের বোমা হতে পারে কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় দুবরাজপুরের রানিঘাট এলাকায় বায়ুসেনা একটি ক্যাম্প করেছিল। বিশ্বযুদ্ধের বহু পরেও ওই এলাকা থেকে একাধিক গোলা, বোমা উদ্ধার হয়।

No comments