ঠাণ্ডায় কাঁপছে বাংলা।
নজরবন্দি ব্যুরোঃ এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১০.৬ ডিগ্রি সেলসিয়াস।
যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম বলেই জানিয়েছে হাওয়া অফিস।
শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা
ছিল ১১.৫ ডিগ্রি সেলসিয়াস।পাশাপাশি রাজ্যের বিভিন্ন জেলাতেও এদিন তাপমাত্রা
হ্রাস পেয়েছে। আগামী কয়েকদিন তাপমাত্রা একই থাকবে বলে পূর্বাভাস দিয়েছে
হাওয়া অফিস। জেলার তাপ মাত্রা এক নজরে। বাঁকুড়া ৮.৯ শ্রীনিকেতন ৬.৭ বর্ধমান ৭.৮ মেদিনীপুর ৯
বহরমপুর ৮.৪ কৃষ্ণনগর ৮ ব্যারাকপুর ৭.১ কাঁথি ৮ দিঘা ৮.৯ হলদিয়া ১০.৫ ক্যানিং ৮ ডায়মন্ডহারবার
৯.৭ দমদম ৮.৭

No comments