রো-হিত ছাড়া চতুর্থ টেস্ট! ফিরছেন দেশে।
নজরবন্দি ব্যুরো: বছর শুরুর আগে গুড নিউজ ভারতীয় ক্রিকেট তারকা রোহিত শর্মার জন্য। রবিবার বাবা হয়েছেন রোহিত। আর তাই কন্যাসন্তানের টানে দেশে ফিরে আসছেন এই 'হিটম্যান'।
আর এই কারণে ৪র্থ টেস্টে খেলতে পারবেন না রোহিত। প্রসঙ্গত, জানুয়ারির ৩ তারিখ থেকে শুরু চতুর্থ টেস্ট। তবে শেষ টেস্টে রোহিতকে দেখা না গেলেও ওয়ানডে সিরিজে দেখা যাবে তাঁকে।এই ভারতীয় স্টারের পরিবর্ত হিসেবে অন্য কোনও ক্রিকেটারের নাম ঘোষণা করেননি জাতীয় দলের নির্বাচকরা।

No comments