নতুন বছরে আমিরের নতুন সিদ্ধান্ত। শুনলে আপনারও ভালো লাগবে।
নজরবন্দি ব্যুরোঃ আমির খানের শেষ মুক্তি প্রাপ্ত ছবি 'ঠাগস অফ হিন্দোস্তান' মুখথুবড়ে পড়েছে বস্ক অফিসে। তারপর তার নতুন সিদ্ধান্তের কথা তিনি জানালেন টুইটের মাদ্ধমে।
সম্প্রতি টুইটারে একটি ভিডিও পোস্ট করেছেন আমির খান। সেই ভিডিওতেই নতুন খবরটা জানিয়েছেন তিনি। আমির জানিয়েছেন, ''২৬ জানুয়ারি আমার আর কিরণের তৈরি করা একটি ছবি মুক্তি পেতে চলেছে স্টার প্লাসে। যা কিনা একেবারে নতুন এক্সপেরিমেন্ট।
এই ছবি আমাদের মনের খুব কাছের। এই ছবির সঙ্গে আমি ও কিরণ পুরোপুরি যুক্ত।'' এই ছবিতে থাকবে 'দিল পে লাগেগি, তভি বাত বানেগি' এই সংলাপটিও। টুইটারে প্রকাশিত ভিডিওয় সেকথা জানান অভিনেতা।
সম্প্রতি টুইটারে একটি ভিডিও পোস্ট করেছেন আমির খান। সেই ভিডিওতেই নতুন খবরটা জানিয়েছেন তিনি। আমির জানিয়েছেন, ''২৬ জানুয়ারি আমার আর কিরণের তৈরি করা একটি ছবি মুক্তি পেতে চলেছে স্টার প্লাসে। যা কিনা একেবারে নতুন এক্সপেরিমেন্ট।
এই ছবি আমাদের মনের খুব কাছের। এই ছবির সঙ্গে আমি ও কিরণ পুরোপুরি যুক্ত।'' এই ছবিতে থাকবে 'দিল পে লাগেগি, তভি বাত বানেগি' এই সংলাপটিও। টুইটারে প্রকাশিত ভিডিওয় সেকথা জানান অভিনেতা।

No comments