Header Ads

নতুন বছরে কমছে গ্যাসের দাম।


নজরবন্দি ব্যুরোঃ ২০১৮এর ডিসেম্বরে দাম কমেছিল ভর্তুকি যুক্ত  রান্নার গ্যাসের দাম আর এবার নতুন বছরে কমতে চলেছে ভর্তুকিহীন গ্যাসের দামও ।
 আইওসি সূত্রে খবর পয়লা জানুয়ারি থেকে ভর্তুকিহীন গ্যাসের দাম ১২০.৫০টাকা দাম কমছে। এর ফলে ১৪.২ কেজি সিলিন্ডারের দাম দাঁড়াচ্ছে ৬৮৯ টাকা, যা আগে ছিল সিলিন্ডার প্রতি ৮০৯.৫০ টাকা।ফলে বেশ কিছুটা কমলো গ্যাসের দাম। লোকসভা ভোটের দিকে তাকিয়েই যে এই সিদ্ধান্ত সেটা মেনে নিচ্ছেন বিশেষজ্ঞরা।



No comments

Theme images by lishenjun. Powered by Blogger.