বেতন বঞ্চনার প্রতিবাদ করা যাবেনা কেন এরাজ্যে? পরশু অভূতপূর্ব প্রতিবাদ শিক্ষকদের।
নজরবন্দি ব্যুরোঃ PRT স্কেলে দাবিতে এক অরাজনৈতিক সমাবেশ ও মিছিলের ডাক দিয়েছিল প্রাথমিক শিক্ষক সংগঠন উস্থি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কোচবিহার শাখা। কিন্তু সেই মিছিলের অনুমতি দেয়নি রাজ্য প্রশাসন। আর তাই এবার সরকারি বাধার যোগ্য জবাব দিতে তৈরি UUPTWA।
আগামিকাল কোচবিহারে বেতন বৃদ্ধির দাবিতে মিছিল ও সমাবেশের ডাক দিয়েছিল UUPTWA কোচবিহারে শাখা। কিন্তু আইনশৃঙ্খলা ভঙ্গ সহ একাধিক অজুহাত দেখিয়ে সেই মিছিলের অনুমতি দেয়নি প্রশাসন। এই ঘটনায় যারপরনাই ক্ষুব্ধ প্রাথমিক শিক্ষকরা। আর তাই এবার সরকারকে পাল্টা দিতে মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ কর্মসূচি গ্রহণ করলেন শিক্ষকরা।
প্রাথমিক শিক্ষকরা জানিয়েছেন, সোমবার স্কুলে তারা মুখে কালো কাপড় বেঁধে ক্লাস নেবেন। এর পাশাপাশি হাইকোর্টে বিষয়টি নিয়ে মামলা করার সিদ্ধান্তের কথাও জানিয়েছেন তারা। নির্ধারিত কর্মসূচির ২০ দিন আগে জানানো সত্ত্বেও কেন অনুমতি মিললো না তার জবাব সরকারকে দিতেই হবে, বলেন ক্ষুব্ধ শিক্ষকরা। আদালতে গিয়ে এই ধরণের সমস্ত মিছিলের ভবিষ্যৎ অনুমতি আদায়ের পথে এবার UUPTWA।
আগামিকাল কোচবিহারে বেতন বৃদ্ধির দাবিতে মিছিল ও সমাবেশের ডাক দিয়েছিল UUPTWA কোচবিহারে শাখা। কিন্তু আইনশৃঙ্খলা ভঙ্গ সহ একাধিক অজুহাত দেখিয়ে সেই মিছিলের অনুমতি দেয়নি প্রশাসন। এই ঘটনায় যারপরনাই ক্ষুব্ধ প্রাথমিক শিক্ষকরা। আর তাই এবার সরকারকে পাল্টা দিতে মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ কর্মসূচি গ্রহণ করলেন শিক্ষকরা।

No comments