চপার কেলেঙ্কারিতে অস্বস্তি আরও বাড়ল কংগ্রেসের। নাম উঠল রাহুল-সোনিয়ার।
নজরবন্দি ব্যুরোঃ অগস্টা ওয়েস্টল্যান্ড চপার কেলেঙ্কারিতে অস্বস্তি
আরও বাড়ল কংগ্রেসের। এবার সরাসরি সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধীর নাম নিলেন মিডলম্যান
ক্রিশ্চিয়ান মিশেল।
ইডির তরফে দিল্লির পাটিয়ালা হাউস কোর্টকে জানানো হয়েছে, জিজ্ঞাসাবাদের
সময় প্রাক্তন কংগ্রেস সভানেত্রী তথা ইউপিএ চেয়ারপার্সন সোনিয়া গান্ধীর নাম নিয়েছেন
ক্রিশ্চিয়ান মিশেল। পরোক্ষে উল্লেখ করেছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর কথাও। যদিও,
ঠিক কীসের প্রেক্ষিতে সোনিয়া বা রাহুলের নাম নিলেন তা অবশ্য আদালতে জানায়নি এনফোর্সমেন্ট
ডিরেক্টরেট।ইডির দাবি, জিজ্ঞাসাবাদের সময় মিশেল প্রাক্তন কংগ্রেস সভানেত্রী
সোনিয়া গান্ধীর নাম নিয়েছেন।
ইডির আইনজীবীর দাবি, জিজ্ঞাসাবাদের সময় মিশেল বলেছেন,
'ওই ইটালিয়ান মহিলার ছেলে দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হবেন, আর কীভাবে হবেন সেটাও
তিনি জানেন।' উল্লেখ্য, এর আগে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহনের নাম নিয়েছিলেন ওই মিডলম্যান।
ইডির দাবি অনুযায়ী, মিশেল তাদের জানিয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে অগস্টার
কাছ থেকে চপার কিনতে বাধ্য করা হয়েছিল। এদিনের শুনানি শেষে মিশেলকে ৭ দিনের ইডি হেফাজতের
নির্দেশ দিয়েছে পাটিয়ালা হাউস আদালত।

No comments