চপার কাণ্ডে এবার নাম জড়াল গান্ধী পরিবারের! রাজনৈতিক চক্রান্ত?
নজরবন্দি ব্যুরো: আগাস্টা ওয়েস্টল্যান্ড হেলিকপ্টার মামলায় চাঞ্চল্যকর মোড়। এই মামলায় অভিযুক্ত মধ্যস্থতাকারী ক্রিশ্চিয়ান মিশেল জেরায় নাকি সোনিয়া গান্ধীর নাম নিয়েছেন।
আজ আদালতে এই কথা জানায় ইডি। সংস্থার আইনজীবী আদালতে আরও জানায় ওই অভিযুক্ত নাকি এক ইতালীয় মহিলার ছেলের কথা বলেছে। এক ইতালীয় মহিলার ছেলে বলতে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর কথা বলতে চেয়েছে।
তবে এই চপার কাণ্ডে যেভাবে গান্ধী পরিবারের নাম জড়িয়ে গেল তাতে বেশ সন্দেহ দানা বাধতে শুরু করেছে রাজনৈতিক মহলে।
তবে এই চপার কাণ্ডে যেভাবে গান্ধী পরিবারের নাম জড়িয়ে গেল তাতে বেশ সন্দেহ দানা বাধতে শুরু করেছে রাজনৈতিক মহলে।

No comments