রাত পোহালেই ভোট ওপার বাংলায়। গননা ভোটের পরেই।
নজরবন্দি ব্যুরোঃ ভোট গ্রহণের পরই কালক্ষেপ
না করে শুরু হয়ে যাবে ভোটগণনা। নিরাপত্তার স্বার্থে এমনই এক বেনজির সিদ্ধান্ত নিল
বাংলাদেশ নির্বাচন কমিশন।
রাত পোহালেই রবিবার বাংলাদেশে ভোট। সকাল ৮টা থেকে বিকেল
চারটে পর্যন্ত ভোট গ্রহণ করা হবে। ভোট গ্রহণ পর্ব শেষ হলেই পোলিং স্টেশনেই হবে ভোট
গণনা।রবিবার সন্ধ্যা
থেকেই একের পর এক ফলাফল আসতে শুরু করবে বলে জানিয়েছে কমিশন।
এই নির্বাচনকে কেন্ত্র করে দেশজুড়ে নিরাপত্তার জন্য মোতায়েন করা হয়েছে ৬
লক্ষ ৮ হাজার নিরাপত্তারক্ষী। যে কোনও পরিস্থিতি সামাল দিতে মোতায়েন রাখা হয়েছে
বাড়তি পুলিশ, সেনাবাহিনী।

No comments