মুক্তি পেল 'এক লেড়কি কো দেখা তো অ্যায়সা লাগা'-র ট্রেলার।
নজরবন্দি ব্যুরোঃ মুক্তি পেল অনিল
কাপুর,সনম কাপুর,জুহি চাওলা,রাজকুমার রাও অভিনীত ছবি 'এক
লেড়কি কো দেখা তো অ্যায়সা লাগা'
ছবির ট্রেলারে সোনমের সমকামী প্রেমের ইঙ্গিত দেওয়া হয়েছে।
ট্রেলারে
দেখা গেছে, বাড়ির মেয়ে 'সুইটি'র (সোনম কাপুর) বিয়ে দেওয়ার জন্য বাড়ির সকলে উঠে
পড়ে লেগেছে তবে মেয়ের জন্য উপযুক্ত পাত্র খুঁজে পাওয়া যাচ্ছে
না, পঙ্কজ, সাহিল মির্জা সহ একাধিক পুরুষের নাম উঠে আসছে।
অথচ সুইটি কী বলতে চাইছে
তা কেউ শুনতেও চাইছে না। তবে অবশেষে সামনে আসে সেই সত্যি। কোনও পুরুষকে নয়, আসলে সুইটি
(সোনম কাপুর) ভালোবাসে একটি মেয়েকেই। তার নাম কুকু (রেজিনা ক্যাসান্দ্রা)।দেখুন ট্রেলার।

No comments