Header Ads

'প্রতিষ্ঠাতা' মুখ্যমন্ত্রীর কবিতা এবার স্কুলপাঠ্যে বাধ্যতামূলক, ফরমান শিক্ষা দপ্তরের।

নজরবন্দি ব্যুরোঃ মুখ্যমন্ত্রীর ছবি স্কুলে টাঙানোর নির্দেশিকা স্কুল গুলিতে আগেই পৌঁছে গিয়েছিল। এবার তাঁর লেখা স্কুলের সিলেবাসে বাধ্যতামূলক করার কথা জানালো রাজ্যের স্কুল শিক্ষা দপ্তর।

পথনিরাপত্তা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা কবিতা এবার স্কুলপাঠ্যে বাধ্যতামূলক করা হবে, জানিয়েছে শিক্ষা দপ্তর৷ এবিষয়ে শিক্ষকদের স্থানীয় থানায় চিঠি দিতে হবে৷ পুলিশ এসে স্কুলে ছাত্রছাত্রীদের পথনিরাপত্তার ক্লাস নেবে৷ শিক্ষা দপ্তরের এই সিদ্ধান্তকে 'নজিরবিহীন সিদ্ধান্ত' বলে উল্লেখ করেছেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যানময় গঙ্গোপাধ্যায়। শিক্ষা দপ্তরের এক আধিকারিক বলেন, প্রতিষ্ঠাতাকে বাদ দিয়ে প্রতিষ্ঠান চলতে পারে না। 'সেফ ড্রাইভ সেভ লাইফ' প্রকল্পের প্রতিষ্ঠাতা মুখ্যমন্ত্রী। তাই তাঁর কবিতা স্কুল পাঠ্যে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পথনিরাপত্তা বিষয়টা কিভাবে শিক্ষকরা শেখাবেন সেটা বোঝাতে শিক্ষকদের জন্য ১৭৬ পৃষ্ঠার একটি বই তৈরি হয়েছে। সেই বইয়ের ১৩৬ পাতায় রয়েছে মুখ্যমন্ত্রীর কবিতা যা পড়ুয়াদের শেখানোর নির্দেশ হয়েছে। এছড়াও রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা ও সুরে কন্যাশ্রী প্রকল্পের থিম সং।

মুখ্যমন্ত্রীর লেখা সেই কবিতাটি এক ঝলকে-
সেফ সেফ সেফ ড্রাইভ, সেভ সেভ সেভ লাইফ।
সাবধান সাবধান সাবধান।
গাড়ি ঘোড়া সব আস্তে চালান,
মানুষের জীবন আপনি বাঁচান।
হলুদ আলোতে রেডি হয়ে যান
সবুজ আলোতে আস্তে চালান,
আপনারই হাতে আছে মানুষের প্রাণ।
লালবাতি দেখে তাই গাড়ি থামান,
এক অন্যের প্রাণ বাঁচান।
নিজে বাঁচুন অপরকে বাঁচান।
সেফ সেফ সেফ ড্রাইভ, সেভ সেভ সেভ লাইফ।
সিগন্যাল ভেঙে গাড়ি চালাবেন না
হেলমেট ছাড়া গাড়ি চালাবেন না
আপনার হাতে মানুষের প্রাণ
নিয়মটা মেনে তাই গাড়ি চালান।
তাড়াহুড়ো রেষারেষি করবেন না।
একে অন্যকে মারবেন না।
সেফ সেফ সেফ ড্রাইভ, সেভ সেভ সেভ লাইফ।
প্রাণ বাঁচান প্রাণ বাঁচান।
নিজে বাঁচুন, অপরকে বাঁচান।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.