ঐতিহাসিক টেস্ট ম্যাচ জিতে সাংবাদিকদের সামনে কি বললেন বিরাট।
নজরবন্দি ব্যুরোঃ ঐতিহাসিক টেস্ট ম্যাচ জিতে এই মুহূর্তে সব দিক থেকে খুশি ভারতীয় দলের অধিনায়ক বিরাট মন খুলে কথা বললেন সাংবাদিক সম্মেলনে।
তিনি বলেন "আমরা এখানেই থেমে যাব না। এই ম্যাচে পাওয়া আত্মবিশ্বাসের সঙ্গে আমরা সিডনিতেও দুর্দান্ত প্রদর্শন করব। আমার মনেহয় যে দুটি ম্যাচ আমরা জিতেছি তাতে প্রত্যেক বিভাগেই আমরা দারুণ প্রদর্শন করেছি। এখন আমরা এই ট্রফিতে দ্বিতীয়বার কব্জা করে ফেলেছি, কিন্তু কাজ এখনো শেষ হয়নি। আমরা আগামি ম্যাচও জিততে চাই"।
ফলঅন না করানো নিয়ে যে সমালোচনা হয়েছিল তার উত্তরে তিনি বলেন "আমি কোনো কমেন্ট পড়িনি, বাইরে কি হচ্ছে আমরা তার উপর ধ্যান দিই না।আমরা যা ড্রেসিংরুমে সিদ্ধান নিই, সেটাই মাঠে করি। আমরা তৃতীয় ইনিংসে ব্যাট করে আরো সামান্য রান যোগ করতে চাইছিলাম, কারণ পিচ খারাপ হচ্ছিল আর রান করা মুশকিল হচ্ছিল। আমার সবসময়ই মনে হয়েছে যে পিচে বোলারদের জন্য কিছু রয়েছে আর ৪০০ রানের লক্ষ্য অস্ট্রেলিয়ার জন্য সহজ হবেনা"।
বুমরাহ এখন দলের প্রধান বলার তাঁকে নিয়ে তার অধিনায়ক বললেন "জসপ্রীত বুমরাহ দুর্দান্ত খেলেছে । তিন জোরে বোলার এক ক্যালেণ্ডার ইয়ারে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার বিশ্বরেকর্ড ভেঙেছে। বুমরাহ পার্থে দুর্ভাগ্যশালী থেকেছে যে ও উইকেট পায়নি, যেভাবে ও বোলিং করে ওর উইকেট পাওয়া উচিত্ ছিল, কিন্তু এমনটা হয়নি। এরপর টিম ম্যানেজমেন্ট ওকে আত্মবিশ্বাস দেয় আর এখানে মেলবোর্নে ও আমাদের জন্য ম্যাচ জেতে"।
অন্যদিকে ময়ঙ্ক আগরওয়ালের ব্যাপারে কথা বলতে গিয়ে বিরাট বলেন,"ময়ঙ যথেষ্ট ভালো ব্যাটিং করেছে, ও নিজেকে যথেষ্ট ভালোভাবে তৈরি করে রেখেছিল। হ্যাঁ পুজারাও দুর্দান্ত ব্যাটিংয়ের প্রদর্শন করেছে। আপনাকে যে দায়িত্ব দেওয়া হয় তাকে আপনার উপভোগ করা উচিত্। আমরা এখনো পর্যন্ত যা করেছি তা সবই সঠিক ছিল আর এই দিকেই আমরা এগোতে চাই। আরো ম্যাচ জিতে আমরা নিজেদের বিশ্বের সামনে দুর্দান্ত প্রমানিত করব"।
তিনি বলেন "আমরা এখানেই থেমে যাব না। এই ম্যাচে পাওয়া আত্মবিশ্বাসের সঙ্গে আমরা সিডনিতেও দুর্দান্ত প্রদর্শন করব। আমার মনেহয় যে দুটি ম্যাচ আমরা জিতেছি তাতে প্রত্যেক বিভাগেই আমরা দারুণ প্রদর্শন করেছি। এখন আমরা এই ট্রফিতে দ্বিতীয়বার কব্জা করে ফেলেছি, কিন্তু কাজ এখনো শেষ হয়নি। আমরা আগামি ম্যাচও জিততে চাই"।
ফলঅন না করানো নিয়ে যে সমালোচনা হয়েছিল তার উত্তরে তিনি বলেন "আমি কোনো কমেন্ট পড়িনি, বাইরে কি হচ্ছে আমরা তার উপর ধ্যান দিই না।আমরা যা ড্রেসিংরুমে সিদ্ধান নিই, সেটাই মাঠে করি। আমরা তৃতীয় ইনিংসে ব্যাট করে আরো সামান্য রান যোগ করতে চাইছিলাম, কারণ পিচ খারাপ হচ্ছিল আর রান করা মুশকিল হচ্ছিল। আমার সবসময়ই মনে হয়েছে যে পিচে বোলারদের জন্য কিছু রয়েছে আর ৪০০ রানের লক্ষ্য অস্ট্রেলিয়ার জন্য সহজ হবেনা"।
অন্যদিকে ময়ঙ্ক আগরওয়ালের ব্যাপারে কথা বলতে গিয়ে বিরাট বলেন,"ময়ঙ যথেষ্ট ভালো ব্যাটিং করেছে, ও নিজেকে যথেষ্ট ভালোভাবে তৈরি করে রেখেছিল। হ্যাঁ পুজারাও দুর্দান্ত ব্যাটিংয়ের প্রদর্শন করেছে। আপনাকে যে দায়িত্ব দেওয়া হয় তাকে আপনার উপভোগ করা উচিত্। আমরা এখনো পর্যন্ত যা করেছি তা সবই সঠিক ছিল আর এই দিকেই আমরা এগোতে চাই। আরো ম্যাচ জিতে আমরা নিজেদের বিশ্বের সামনে দুর্দান্ত প্রমানিত করব"।

No comments