নির্বাসন কাটিয়ে ক্রিকেটে ফিরলেন স্যান্ডপেপার কাণ্ডের নায়ক ক্যামেরন ব্যানক্রফ্টের।
নজরবন্দি ব্যুরোঃ দীর্ঘ নির্বাসনের পর ক্রিকেটে ফিরলেন কেপটাউন টেস্টের স্যান্ডপেপার গেট কেলেঙ্কারির নায়ক ক্যামেরন ব্যানক্রফ্টের। শনিবারই নয় মাসের নির্বাসন শেষ হয়েছে এই অস্ট্রেলিয়ান ক্রিকেটারের।
এই শাস্তি পূর্ণ হওয়ার সাথে সাথেই বিগব্যাস লীগে পার্থ স্কোচার্সয়ের হয়ে তিনি খেলবেন হোবার্ট হারিকানসের বিরুদ্ধে । প্রতিক্রিয়া দিতে গিয়ে ব্যাঙ্কক্রফট বলেন " এই শেষ ৯ মাসে যারা আমার পাশে ছিলেন আমি তাদের কৃতজ্ঞ ,সময় আমাকে শিখিয়েছে ভবিষ্যতে কি ভাবে চলতে হবে তার রাস্তা "।
এই শাস্তি পূর্ণ হওয়ার সাথে সাথেই বিগব্যাস লীগে পার্থ স্কোচার্সয়ের হয়ে তিনি খেলবেন হোবার্ট হারিকানসের বিরুদ্ধে । প্রতিক্রিয়া দিতে গিয়ে ব্যাঙ্কক্রফট বলেন " এই শেষ ৯ মাসে যারা আমার পাশে ছিলেন আমি তাদের কৃতজ্ঞ ,সময় আমাকে শিখিয়েছে ভবিষ্যতে কি ভাবে চলতে হবে তার রাস্তা "।

No comments