Header Ads

বছর শেষে আবার নক্ষত্রপতন, প্রয়াত মৃনাল সেন।

নজরবন্দি ব্যুরোঃ বছর শেষের এক দিন আগে আরও এক ইন্দ্র পতন হল বাংলা সাংস্কৃতিক জগতে। প্রয়াত বিশিষ্ট চলচিত্র পরিচালক মৃণাল সেন।

পদ্মভূষণ প্রাপ্ত 
এই মহান পরিচালক  অনেক দিন ধরেই বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন । অবশেষে আজ নিজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সব মহলে।


 বাংলা সিনেমাকে বিশ্বের দরবারে পৌঁছে দেবার জন্য যে কয়জন পরিচালকের নাম আসে তিনি তার মধ্যে অন্যতম। তাঁর পরিচালিত ছবি গুলি ভুবনসোম, কোরাস, মৃগয়া, আকালের সন্ধানে, পুনঃশ্চ, পরশুরাম, একদিন প্রতিদিন প্রভৃতি অসামান্য সিনেমা।১৯২৩ সালে ১৪ মে বর্তমান বাংলাদেশের ফরিদপুরে জন্মগ্রহণ করেন মৃণাল সেন। পড়াশোনার জন্য কলকাতায় আসেন। স্কটিশ চার্চ কলেজ ও কলকাতা বিশ্ববিদ্যালয়ে পদার্থবিদ্যা নিয়ে পড়াশোনা করেছিলেন তিনি।

তাঁর ছেলে রয়েছেন শিকাগোয় জানা গিয়েছে, তিনি জানুয়ারির আগে দেশে ফিরতে পারবেন না তাই মৃণাল সেনের দেহ রাখা থাকবে পিস ওয়ার্ল্ডে



No comments

Theme images by lishenjun. Powered by Blogger.