মুখ্যমন্ত্রীকে মিথ্যাবাদী বলে আক্রমণ করলেন রূপা গাঙ্গুলি!
নজরবন্দি ব্যুরো: রাজ্যে বিজেপির যে কয়েকজন হাতে গোনা নেতা-নেত্রী আছেন তার মধ্যে অন্যতম রূপা গাঙ্গুলি। গতকাল ৮২ নম্বর ওয়ার্ডে চেতলায় বিজেপি প্রার্থী জীবন সেনের প্রচারে এসে রাজ্যের শাসক দলকে তীব্র ভাবে আক্রমণ করলেন রূপা গাঙ্গলি।
তিনি বলেন, "রাজ্য সরকার তোলা তুলে এবং মদ বিক্রি করে কোটি-কোটি টাকা আয় করছে। সেই টাকা দিয়ে ঋণ শোধ করছেন। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কো-অপারেটিভ ফেডারালিজম মানেন না। তিনি রাজ্যের আমলাদের মুখ্যমন্ত্রী বলেছেন রাজ্যের হিসাব কেন্দ্রকে দেবেন না।
কিন্তু তিনি হিসাব দিতে বাধ্য। উনি একটা দেশের নন, একটা রাজ্যের মুখ্যমন্ত্রী। উনি কাউকে মানছেন না। উনি সংবিধানকেও মানেন না।"
এর পরেই মুখ্যমন্ত্রীকে তীব্র ভাষায় আক্রমণ করে রূপা বলেন, উনি মিথ্যা কথা বলছে। উনি বলেন যে, কেন্দ্র টাকা দেয় না রাজ্য সরকারকে, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। রূপা দাবি করেন কেন্দ্রীয় সড়ক ও পরিবহন মন্ত্রকের মোট ৬৯ টি প্রজেক্ট রাজ্যে চলছে। তার পরেও মুখ্যমন্ত্রী কি করে মিথ্যা কথা বলছেন কেন্দ্র রাজ্যকে সাহায্য করে না!
তিনি বলেন, "রাজ্য সরকার তোলা তুলে এবং মদ বিক্রি করে কোটি-কোটি টাকা আয় করছে। সেই টাকা দিয়ে ঋণ শোধ করছেন। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কো-অপারেটিভ ফেডারালিজম মানেন না। তিনি রাজ্যের আমলাদের মুখ্যমন্ত্রী বলেছেন রাজ্যের হিসাব কেন্দ্রকে দেবেন না।
এর পরেই মুখ্যমন্ত্রীকে তীব্র ভাষায় আক্রমণ করে রূপা বলেন, উনি মিথ্যা কথা বলছে। উনি বলেন যে, কেন্দ্র টাকা দেয় না রাজ্য সরকারকে, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। রূপা দাবি করেন কেন্দ্রীয় সড়ক ও পরিবহন মন্ত্রকের মোট ৬৯ টি প্রজেক্ট রাজ্যে চলছে। তার পরেও মুখ্যমন্ত্রী কি করে মিথ্যা কথা বলছেন কেন্দ্র রাজ্যকে সাহায্য করে না!

No comments