বিষমদ খেয়ে মৃত ৭, মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা রাজ্যের।
নজরবন্দি ব্যুরো: আবার রাজ্যে চোলাই মদ খেয়ে মৃত্যু হল ৭ জনের। অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আরও ১৯ জন। ঘটনাটি ঘটে নদীয়ার শান্তিপুরে। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা।
পেট ব্যাথা, গলা শুকিয়ে আসা, বমি, মুখ দিয়ে গ্যাঁজলা বেরনো- মঙ্গলবার রাতে শান্তিপুরের চৌধুরী পাড়ার বেশ কয়েক জন যুবকের মধ্যে একই ধরনের উপসর্গ দেখা দেয়।
প্রাথমিক চিকিৎসা করা হলেও অবস্থার উন্নতি না হওয়ায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালেই মৃত্যু হয় ৭ জনের। এখনও আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ১৯। তাঁদের অবস্থার খুব একটা উন্নতি হচ্ছে না বলে জানা গিয়েছে।
তবে এই ঘটনার জেরে অভিযোগ উঠেছে প্রশাসনের বিরুদ্ধে।
এলাকার একাংশের দাবি অপরাধীরা কালনা থেকে চোলাই মদ এনে বিক্রি করত সব কিছু জেনেও নীরবে ছিল পুলিশ। প্রশাসন কোনও আইনি ব্যবস্থা নেয়নি। দিনের পর দিন অপরাধমূলক কাজ বাড়তে বাড়তে আজ চরম আকার নিয়েছে।
রাজ্য সরকার মৃতদের পরিবারের উদ্দেশে ২ লক্ষ টাকা ক্ষতিপূরণের ঘোষণা করেছে। এর পাশাপাশি এই ঘটনার তদন্তের ভার তুলে দেওয়া হয়েছে সিআইডির হাতে।
পেট ব্যাথা, গলা শুকিয়ে আসা, বমি, মুখ দিয়ে গ্যাঁজলা বেরনো- মঙ্গলবার রাতে শান্তিপুরের চৌধুরী পাড়ার বেশ কয়েক জন যুবকের মধ্যে একই ধরনের উপসর্গ দেখা দেয়।
রাজ্য সরকার মৃতদের পরিবারের উদ্দেশে ২ লক্ষ টাকা ক্ষতিপূরণের ঘোষণা করেছে। এর পাশাপাশি এই ঘটনার তদন্তের ভার তুলে দেওয়া হয়েছে সিআইডির হাতে।