এসিসি-এর ইমার্জিং নেশনস কাপে পাকিস্তানে ভারতীয় দল পাঠাবেনা বিসিসিআই।
নজরবন্দি ব্যুরোঃ এসিসি-এর ইমার্জিং নেশনস কাপ। এশিয়ার টেস্ট খেলিয়ে দেশের অনুর্ধ্ব-২৩ দলের সঙ্গে অ্যাসোসিয়েটস দেশগুলির সিনিয়র দলের মোকাবিলা। আর এই প্রতিযোগিতা পাকিস্তানে ভারতীয় দল পাঠানো হবে না বলে জানিয়ে দিয়েছে বিসিসিআই।
২০০৮ সালের সন্ত্রাসবাদী হামলার পর থেকে এই প্রথম পাকিস্তানের মাটিতে কোনও আন্তর্জাতিক ক্রিকেট টুর্ণামেন্ট হচ্ছে। কিন্তু বিসিসিআই সেই দেশে দল পাঠাতে নারাজ হওয়ায় ভারত তাদের ম্যাচগুলি খেলবে শ্রীলঙ্কার কলম্বোতে। ফাইনাল খেলাটিও সেখানেই হবে ঠিক হয়েছে।