Header Ads

মেয়র পদ নিয়ে বিস্ফোরক ফিরহাদ! পাল্টা দিলেন সুজন।

নজরবন্দি ব্যুরো: কলকাতা পুরসভার সংশোধনী বিলে রাজ্যপালের শিলমোহর পাবার পরে মেয়র পদে মনোনয়ন পেশ করলেন ফিরহাদ হাকিম। আজ, বুধবার মেয়র পদে মনোনয়ন জমা দেন তিনি। মনোনয়ন জমা দেওয়ার পর ফিরহাদ বলেন, “১২২ জন কাউন্সিলর  আমার প্রতি আস্থা রেখেছিল। আজ আমি মনোনয়ন জমা দিলাম। আগামী ৩ তারিখ নির্বাচন।
আমি নিশ্চিত, সেদিনও নির্বাচনের পর এই ঘরে বসেই আমি আপনাদের সঙ্গে প্রেস কনফারেন্স করব।”

তবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পাচ্ছেন না ফিরাদ। ফিরহাদ হাকিমের প্রতিপক্ষ হলেন বিজেপির পদপ্রার্থী মীনাদেবী পুরোহিত। যদিও মেয়র নির্বাচনে প্রার্থী দিচ্ছেন না কংগ্রেস ও সিপিাই(এম)। ৮২ নম্বর ওয়ার্ড থেকেই পুরভোটে লড়ার সম্ভাবনা ফিরাদের। সেক্ষেত্রে পদত্যাগ করবেন বর্ষীয়ান কাউন্সিলর প্রণব বিশ্বাস। এদিন মনোনয়ন জমা দেওয়ার ঠিক আগেই সংবাদমাধ্যমের সামনে গুরুতর কথা বলেন ফিরহাদ। তিনি বলেন, “আমার নামেই আপত্তি রয়েছে বিজেপির।
আর পিছন থেকে বিজেপির হাত শক্ত করছে কংগ্রেস সিপিাই(এম)।”

যদিও এই বিষয়ে বাম পরিষদীয় দলের নেতা সুজন চক্রবর্তী বলেন,  “ব্যক্তি বা নামে আমাদের আপত্তি নেই। কিন্তু, কেন নির্বাচিত কাউন্সিলরের মধ্যে কেউ মেয়র হলেন না? কেন পুর আইন সংশোধন ? আমাদের আপত্তি ওখানে। আর তা নিয়েই আমরা লড়ছি।

Theme images by lishenjun. Powered by Blogger.