বিশ্বভারতীর 'লুঙ্গি ডান্স' বিতর্কর পর জারি হল নয়া নির্দেশিকা।
নজরবন্দি ব্যুরোঃ কিছু
দিন আগে বিশ্বভারতীর সংস্কৃতিতে কালি ছিটিয়ে প্রকাশ্যে এসেছিল অধ্যাপকদের 'লুঙ্গি ডান্স' বিতর্ক। সোশ্যাল মিডিয়ার হাত ধরে ছড়িয়ে পড়েছিল ৪১ সেকেন্ডের ভিডিও। বিতর্ক ধামাচাপা দিতে তাত্ক্ষনিক বিবৃতিও দিতে হয়েছিল বিশ্বভারতীর ভারপ্রাপ্ত উপাচার্য সবুজকলি সেনকে।
সংবাদমাধ্যমে বিবৃত দিয়ে বিতর্ক ঢাকার চেষ্টা চললেও অবশেষে গোটা ঘটনায় কড়া পদক্ষেপ করার সিদ্ধান্ত নিল বিশ্বভারতী কর্তৃপক্ষ। ঘটনায় দায় স্বীকার করে ইতিমধ্যেই জারি হয়েছে নির্দেশিকা। বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগের অনুষ্ঠান আয়োজনের বিষয়ে সতর্ক থাকার নির্দেশিকাও জারি হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যে যাতে কোনওভাবেই আঘাত না লাগে সে বিষয়ে চূড়ান্ত সতর্ক করা হয়েছে বলে খবর। একই সঙ্গে বিশ্ববিদ্যালয় অনুমোদিত কেন্দ্রগুলিকেও নিয়ম নীতি মেনে চলার নির্দেশও দেওয়া হয়েছে।