এবার অন্য রুপে ঝুমা বৌদি। দেখুন ভিডিও।
নজরবন্দি ব্যুরোঃ ঝুমা বৌদির চরিত্রে অভিনয় করে বাঙালির অন্দরমহলে পৌঁছে গিয়েছিলেন মোনালিসা ৷ ভোজপুরি ছবির জনপ্রিয় নায়িকা হলেও ওয়েব সিরিজের মাধ্যমে দারুণ পরিচিত নাম এখন মোনালিসা ৷
এবার তিনি অন্য রুপে। এবার ক্যাটরিনা কাইফের চিকনি চামেলির ছন্দে কোমর দোলালেন ঝুমা বৌদি ৷ মেরুণ স্লিভলেস টপ ও লম্বা বিনুনির সঙ্গে দারুণ লাস্য , স্বাভাবিক ভাবেই ভিডিও ভাইরাল ৷ দেখুন ভিডিও এই লিঙ্কে ক্লিক করে। https://www.instagram.com/p/BqjiPqZnvcf/