টেস্ট টিম থেকে বাদ পড়া নিয়ে এবার মুখ খুললেন ধাওয়ান।
নজরবন্দি ব্যুরোঃ টেস্ট টিম থেকে বাদ পড়া নিয়ে এবার মুখ খুললেন ধাওয়ান। কথা বললেন ইএসপিএনক্রিকইনফোডটকম-কে। ৩২ বছরের ভারতীয় ওপেনার বললেন, 'টেস্ট দলে সুযোগ না-পেয়ে খারাপ লেগেছিল। কিন্তু আমি এখন সেখান থেকে বেরিয়ে এসেছি। এখন আমি পজিটিভ। কিছুটা ফাঁকা সময় রয়েছে। ট্রেনিংটা উপভোগ করে নিজেকে ফিট রাখতে চাই।
আমি খুশি থাকলেই সবকিছু ঠিকঠাক যায়।'ধাওয়ান মনে করছেন যে, ভারতের টেস্ট জয়ের ভাল সম্ভাবনা রয়েছে। তিনি বললেন, 'আমি মনে করি এবার আমাদের সিরিজ জেতার ভাল সুযোগ রয়েছে। আমাদের কমপ্লিট ক্রিকেট খেলতে হবে। ব্যাটিং-বলিং ও ফিল্ডিং, তিনটি বিভাগেই ভাল করতে হবে। অবশ্যই ক্যাচিংও। ধারাবাহিক ভাবে ভাল ক্রিকেট খেলেলেই অস্ট্রেলিয়াকে হারাতে পারব।
অন্যদিকে এখন থেকেই বিশ্বকাপের ভাবনা শুরু করে দিয়েছেন টিম ইন্ডিয়ার গব্বর। ক্রিকেটের শো-পিস ইভেন্টের জন্য মানসিক ভাবে প্রস্তুতি শুরু করে দিয়েছেন তিনি। ধাওয়ান জানালেন, 'আমি ইংল্যান্ডে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভাল করেছি। ওখানে খেলার অভিজ্ঞতা রয়েছে আমার। আশা করছি বিশ্বকাপেও প্রচুর রান করে দলের হয়ে শুরুটা ভাল করতে পারব। আশা করি ফের দেশে বিশ্বকাপ ফিরিয়ে আনতে পারব আমরা।'