ওয়ার্ল্ড চ্যাম্পিয়ানশিপের ফাইনালে সোনা হাতছাড়া পুনিয়ার
শুভব্রত মুখার্জি:ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের ফাইনালে হার মানলেন বজরং পুনিয়া। ৬৫ কেজি ফ্রিস্টাইল বিভাগের ফাইনালে হেরে রুপো পেলেন এশিয়ান গেমসে সোনাজয়ী পুনিয়া।
জাপানের তাকুতো ওটোগুরো ১৬-৯ হল হারান পুনিয়াকে। জাপানের কনিষ্ঠতম কুস্তিগির হিসেবে বিশ্ব মঞ্চে সোনা জয়ের নজির গড়লেন তাকাতো। মাত্র ১৯ বছর বয়সেই সোনা জিতলেন তিনি। পুনিয়া খেলার প্রথমদিকে পিছিয়ে পড়েও ভাল ফাইট করেও শেষরক্ষা করতে পারেননি। সোনা হাতছাড়া হওয়াতে স্বাভাবিক ভাবেই অখুশি পুনিয়া।
