Header Ads

সাঁতরাগাছি স্টেশনে হুড়োহুড়িতে পদপিষ্টের ঘটনায় নিহত ও আহতদের ক্ষতিপূরণ ঘোষণা মুখ্যমন্ত্রীর।


নজরবন্দি ব্যুরোঃ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছ-টা নাগাদ সাঁতরাগাছি স্টেশনে একইসঙ্গে আপ ও ডাউন লাইনের তিনটি প্ল্যাটফর্মে ট্রেন এসে পড়ায় যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়ে যায়।
যাত্রীরা ফুটব্রিজে উঠে পড়ায় হুড়োহুড়িতে পদপিষ্টের ঘটনা ঘটে। ট্রেন ধরার তাড়াহুড়োতে ফুটব্রিজে পড়ে গিয়ে পদপিষ্ট হয়ে যান বহু যাত্রী।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘটনাস্থলে পৌঁছে নিহত ও আহতদের ক্ষতিপূরণ ঘোষণা করেন। দুর্গা কার্নিভালের অনুষ্ঠান থেকে সটান বেরিয়ে ঘটনাস্থলে ও হাওড়া হাসপাতালে যান মুখ্যমন্ত্রী। যাত্রীদের পাশে থাকার আশ্বাস দেন।


Theme images by lishenjun. Powered by Blogger.