Header Ads

আই লিগের ঢাকে কাঠি পড়ল

শুভব্রত মুখার্জি: দিল্লিতে জমজমাট অনুষ্ঠানের মধ্যে দিয়ে আই লিগের ট্রফি উন্মোচন হল। ১০ টি রাজ্য থেকে আই লিগে খেলবে মোট ১১ টি দল৷
আই লিগে অভিষেক ঘটবে জম্বু- কাশ্মীরের দল রিয়াল কাশ্মীর এফ সি’৷ ২৬ অক্টোবর চেন্নাই সিটি এফসি বনাম ইন্ডিয়ান অ্যারোজের ম্যাচ দিয়ে শুরু হচ্ছে এবারের আই লিগ ৷ আই লিগে মোহনবাগানের প্রথম ম্যাচ অ‍্যাওয়েতে ২৭ অক্টোবর গোকুলামের বিরুদ্ধে৷ অ‍্যাওয়েতেই ইস্টবেঙ্গল খেলবে নেরোকার বিরুদ্ধে একইদিনে৷
Theme images by lishenjun. Powered by Blogger.