Header Ads

২য় টি-১০ লিগে খেলবেন জাহিররা

শুভব্রত মুখার্জি:অামিরশাহী ক্রিকেট বোর্ড অনুমোদিত টি-১০ লিগের উদ্বোধনী সিজনে মারাঠা অ্যারাবিয়ান্স দলের অধিনায়ক ছিলেন বীরেন্দ্র সেহবাগ ৷
এবার মারাঠা অ্যারাবিয়ান্সের ব্যাটিং কোচ হিসাবে দেখা যাবে সেহবাগকে৷ সেহবাগ ছাড়া ও টি-১০ লিগে দেখা যাবে জাহির খান,আরপি সিং, রিতেন্দর সিং সোধি, সুব্রমণিয়ম বদ্রিনাথ এবং সদ্য অবসর নেওয়া প্রবীণ কুমারকে৷

সোশ্যাল মিডিয়ায় জাহিরদের টি-১০ লিগে স্বাগত জানিয়েছেন সেহবাগ স্বয়ং৷ টি-১০ লিগে অংশ নেওয়ার জন্য বিসিসিআইয়ের অনুমতির প্রয়োজন নেই৷ শারজায় টি-১০ লিগের দ্বিতীয় সংস্করণ শুরু হবে আগামী ২৩ নভেম্বর৷ খেলা চলবে ২ ডিসেম্বর পর্যন্ত৷
Theme images by lishenjun. Powered by Blogger.