Header Ads

ঘুষ-কাণ্ড আরও জটিল হচ্ছে! আস্থানা ও অলোক ভার্মাকে পাঠানো হল ছুটিতে।

নজরবন্দি ব্যুরো: ঘুষ কাণ্ডে আরও অস্বস্তিতে পড়তে চলেছেন আস্থানা। রাকেশ আস্থানার সমস্ত ক্ষমতা খর্ব করে তাঁকে ছুটিতে পাঠাল হল।
এর পাশাপাশি ছুটিতে পাঠানো হয়েছে সিবিআই প্রধান অলোক ভার্মাকেও। তাঁদের জায়গায় নাগেশ্বর রাওকে দায়িত্ব দেওয়া হয়েছে। ১৯৮৬ সালের আইপিএস ব্যাচের সদস্য ছিলেন নাগেশ্বর রাও। তিনি তেলাঙ্গানার ওরাঙ্গল জেলার মাঙ্গাপেটের বাসিন্দা। 
Theme images by lishenjun. Powered by Blogger.