Header Ads

লাভপুরের ঘটনায় ইঞ্চিতে-ইঞ্চিতে বুঝে নেবার হুমকি দিলেন গেরুয়া লকেট!

নজরবন্দি ব্যুরো: লাভপুরে বিজেপি সমর্থকের মৃত্যুর সি বি আই-এর তদন্ত চাই। গতকাল লাভপুরে নিহত এই বিজেপি কর্মী তাপস বাগদির পরিবারের সাথে দেখা করতে এসে একথা বলেন বিজেপির রাজ্য মহিলা মোর্চার সভানেত্রী লকেট চট্টোপাধ্যায়।
 এর পরে তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, "অনুব্রত মণ্ডলের অনেক খারাপ কাজ আছে আমরা তা জানি, আমরাও ছেড়ে কথা বলব না। সময় এলে ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেব। বীরভূম সন্ত্রাসের আঁতুড় ঘর, বোমার কারখানা। এই আঁতুড় ঘর ভেঙে চুরমার করতে হবে।"

কিছু দিন আগে লাভপুরের দ্বারকা গ্রামে তাপস বাগদির ঝুলন্ত দেহ উদ্ধার হয়। বিজেপি করার অপরাধেই তাকে খুন করা হয়েছে বলে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন নিহতের বাবা । যদিও, জেলার পুলিশ সুপার কুণাল আগরওয়াল জানান, তাপস বাগদি আত্মহত্যা করেছে। 
Theme images by lishenjun. Powered by Blogger.