বিজেপি-র সবাইকে তৃণমূলের পতাকা ধরিয়ে খানাকুল ঘোরাবো! সাফ জানালেন ঘাস-ফুল নেতা।
নজরবন্দি ব্যুরো: প্রায় চার হাজার কর্মী সমর্থকদের নিয়ে মিছিল করল তৃণমূল কংগ্রেস। গতকাল খানাকুল তৃণমূলের ব্লক সভাপতি অভিজিৎ বাগসহ তৃণমূলের নেতা শেখ শাকিমের নেতৃত্বে এক বিরাট মিছিল হয়।
মিছিল তাঁতিশাল সমবায় সমিতি প্রাঙ্গণ থেকে শুরু হয়। মিছিল শেষ হয় দুর্গাপুর হাইস্কুল মাঠে এসে। খানাকুল তৃণমূলের ব্লক সভাপতি অভিজিৎ বাগ বলেন, "বিজেপি যে ভাষায় উত্তর চাইছে তৃণমূল সেই ভাষাতেই উত্তর দেবে ওদের। বিজেপি-র দু'তিনটে ছেলে আমাদের দুজন কর্মীকে বিজেপি-র পতাকা হাতে ধরে ঘুরিয়েছে। আমরা বিজেপি-র সবাইকে তৃণমূলের পতাকা হাতে ধরিয়ে গোটা খানাকুল ঘোরাবো।"
গত রবিবার বিজেপি-র পতাকা হাতে গোটা গ্রাম ঘোরানো হয়েছিল স্থানীয় দুই তৃণমূল নেতাকে। অবশ্য তাদের বিরুদ্ধে জাতীয় পতাকা ও বিজেপির পতাকা ছেঁড়ার অভিযোগ ছিল।
মিছিল তাঁতিশাল সমবায় সমিতি প্রাঙ্গণ থেকে শুরু হয়। মিছিল শেষ হয় দুর্গাপুর হাইস্কুল মাঠে এসে। খানাকুল তৃণমূলের ব্লক সভাপতি অভিজিৎ বাগ বলেন, "বিজেপি যে ভাষায় উত্তর চাইছে তৃণমূল সেই ভাষাতেই উত্তর দেবে ওদের। বিজেপি-র দু'তিনটে ছেলে আমাদের দুজন কর্মীকে বিজেপি-র পতাকা হাতে ধরে ঘুরিয়েছে। আমরা বিজেপি-র সবাইকে তৃণমূলের পতাকা হাতে ধরিয়ে গোটা খানাকুল ঘোরাবো।"
গত রবিবার বিজেপি-র পতাকা হাতে গোটা গ্রাম ঘোরানো হয়েছিল স্থানীয় দুই তৃণমূল নেতাকে। অবশ্য তাদের বিরুদ্ধে জাতীয় পতাকা ও বিজেপির পতাকা ছেঁড়ার অভিযোগ ছিল।
